ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

রাজধানীতে গলাকাটা গুজবের প্রতিবাদে মানববন্ধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২৪ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:৩৪, ২৪ জুলাই ২০১৯

পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগার গুজকে দুর্বৃত্তদের গণপিটুনিতে কতিপয় নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে চাইল্ড হ্যাভেন স্কুলের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।

আজ বুধবার (২৪ জুলাই) রাজধানীর উত্তরা ৬নং সেক্টরে সিটি কর্রোরেশন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিবাদি লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে জানানো হয়, দেশের বহুল কাঙ্খিত পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে বলে একটি গোষ্ঠি অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আরএ সুযোগে কতিপয় সুযোগ সন্ধানি বিকৃত মস্তিষ্কের অপরাধী নিরীহ মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে। এর বিরুদ্ধে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অনাচার প্রতিহত করতে হবে। যারা আইন নিজের হাতে তুলে নিবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসময় আরও জানানো হয়, মাদকের ব্যবহরা, অশিক্ষা আর নৈতিক শিক্ষার অভাবে আজ সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। এর ফলশ্রুতিতে কতিপয় মানুষ মনুষ্যত্ব হারিয়ে বিবেক বর্জিত অপশক্তির দোসরে পরিনত হয়েছে। সমাজকে পচনের হাত থেকে রক্ষার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডরে শিশু এবং যুব সমাজে নীতিবোধের চেতনা জাগ্রত করতে হবে। তাহলে আমরা একটি বিবেক সম্পন্ন জাতি পাবো যারা নিজে অন্যায় করবে না এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

মানববন্ধনে অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব আফসার উদ্দিন খানসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং সহস্রাধিক অভিভাবক ও এলাকার ব্যক্তিরা অংশ নেন।

 
টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি